রেকর্ড মুনাফা বাংলাদেশ ব্যাংকের, ১ বছরে নিট আয় ২২,৬০০ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৯

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করেছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা বেশি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ হিসাব অনুমোদন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। সভায় জানানো হয়, মোট মুনাফা হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকা ইতোমধ্যে সরকারি হিসাবে জমা দেওয়া হয়েছে। হিসাবের চূড়ান্ত স্বাক্ষর শেষে চলতি সপ্তাহেই বাকি অর্থও সরকারকে প্রদান করা হবে।
মুনাফা বৃদ্ধির কারণ
অর্থনীতিতে মন্দাভাব থাকলেও গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় প্রবৃদ্ধি দেখা গেছে। সরকারের রাজস্ব আয় কমে যাওয়ায় বাজেট ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি ঋণ নিতে হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোরও কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীলতা বেড়েছে, ফলে সুদ আয় বৃদ্ধি পেয়েছে।
এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন দেশে বিনিয়োগ থাকায় সেখান থেকেও উল্লেখযোগ্য লাভ এসেছে।
কর্মকর্তাদের প্রণোদনা
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ সমপরিমাণ প্রণোদনা বোনাস অনুমোদন দেওয়া হয়েছে।
তুলনামূলক চিত্র
২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকায়, যা এক বছরে প্রায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, ‘রিজার্ভ বিনিয়োগ থেকেও মুনাফা হয়েছে, তবে মূল আয় এসেছে স্থানীয় মুদ্রা ভিত্তিক ঋণ কার্যক্রম থেকে।’
এএইচএস/এমএইচএস