Logo

অর্থনীতি

বেসরকারি খাতে যাচ্ছে নগদ, বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৫৭

বেসরকারি খাতে যাচ্ছে নগদ, বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবার যাচ্ছে বেসরকারি খাতে। আগামী তিন থেকে চার মাসের মধ্যেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এজন্য ইতোমধ্যে নতুন বিনিয়োগকারী খোঁজার কাজ শুরু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ তিনি এ তথ্য জানান। মাস্টারকার্ড ও আইসিএমএবি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

গভর্নর বলেন, পোস্ট অফিসের পক্ষে আর নগদ পরিচালনা সম্ভব নয়। তাই প্রযুক্তি কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বেসরকারি খাতে নগদ হস্তান্তর সম্ভব হবে। এ বিষয়ে খুব শিগগিরই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অনিয়মের ইতিহাসের কথাও উল্লেখ করে আহসান এইচ মনসুর জানান, আগের মালিকানায় ভুয়া সদস্য যোগ করার মতো ঘটনা ঘটেছিল। তবে সেসব সমস্যা কাটিয়ে এখন নগদ নতুনভাবে গড়ে উঠছে এবং ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় যাচ্ছে।

তিনি বলেন, ‘দেশে প্রতি বছর নগদের চাহিদা গড়ে ১০ শতাংশ হারে বাড়ছে। তবে অর্থনীতিকে আধুনিকায়নে ধাপে ধাপে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হতে হবে। এ জন্য কিউআর কোড ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে—যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে, তাদের সবার কিউআর কোড নিতে হবে। ভবিষ্যতে আইন করে এটি নিশ্চিত করা হবে, এমনকি না নিলে শাস্তির ব্যবস্থাও থাকবে। ’

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিংকে পুরোপুরি ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বেসরকারি খাতে পাঁচটি ক্রেডিট ব্যুরো অনুমোদনের কাজও চলছে বলে জানান গভর্নর।

এএইচএস/এএ


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর