ডিএসইর আরও ১৩ ব্রোকার হাউজ পেল ফিক্স সার্টিফিকেশন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৫৯
-68b044991d9d0.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) সম্প্রসারণের অংশ হিসেবে আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে। এতে সার্টিফাইড ব্রোকার হাউজের সংখ্যা দাঁড়ালো ৩৯টি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন— ইমন, রিচার্ড ডি রোজারিও, আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক এএনএম হাসানুল করিম এবং প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে এপিআই-ভিত্তিক BHOMS চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS) ব্যবহার করে লেনদেনের জন্য মোট ৬৫টি ব্রোকারেজ হাউজ আবেদন করে।
এ পর্যন্ত ৩৯টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পেয়েছে, যার মধ্যে ২২টি ব্রোকার হাউজ ইতোমধ্যেই এপিআই সংযোগ নিয়ে নিজস্ব OMS চালু করেছে। ডিএসই কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর হবে।
এএইচএস/এএ