২৭ দিনে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:২৩
-68b066639b8de.jpg)
ছবি : সংগৃহীত
চলতি অর্থবছরে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে ২৭ আগস্ট ২০২৫ পর্যন্ত দেশে এসেছে ৪ হাজার ৫৬৫ মিলিয়ন ডলার (প্রায় ৫ লাখ ৫৬ হাজার ৯৩০ কোটি টাকা)।
আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩ হাজার ৮৮৫ মিলিয়ন ডলার। অর্থাৎ প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৭.৫ শতাংশ।
শুধু আগস্টের ২৭ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৮৭ মিলিয়ন ডলার (প্রায় ২ লাখ ৫৪ হাজার ৬১৪ কোটি টাকা)। গত বছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন ডলার, যা থেকে প্রবৃদ্ধি দাঁড়ায় ৫.৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২৭ আগস্ট একদিনেই দেশে এসেছে ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৯৭৬ কোটি টাকা)।
অর্থনীতিবিদদের মতে, এ ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করবে এবং টাকার ওপর চাপ কিছুটা কমাবে।
এএইচএস/এএ