Logo

অর্থনীতি

দেশের রিজার্ভ ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫০

দেশের রিজার্ভ ৩১ দশমিক ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮৭ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মানদণ্ডে প্রচলিত ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে এ রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯১ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে আমদানি ব্যয়। ফলে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

তাদের মতে, রপ্তানি আয় বাড়ানো ও প্রবাসী আয় বৈধ চ্যানেলে আনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকলে রিজার্ভ আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর