শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানো, মূলধনে যোগ ১০ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:২৮

টানা দুই সপ্তাহের পতনের পর গত সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে আবারও গতি ফিরেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ায় সূচক, লেনদেন ও বাজার মূলধন- তিন ক্ষেত্রেই হয়েছে উত্থান।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১৪৩ পয়েন্ট বা আড়াই শতাংশের বেশি। ডিএসই-৩০ এবং শরিয়াহ সূচকেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
লেনদেনের দিক থেকেও বাজার ছিল গতিশীল। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সাড়ে এক হাজার কোটি টাকার কাছাকাছি, যা আগের সপ্তাহের তুলনায় এক-চতুর্থাংশেরও বেশি।
টাকার অঙ্কে সর্বাধিক লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারে। এছাড়া মালেক স্পিনিং, বাংলাদেশ শিপিং করপোরেশনসহ সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং সি পার্ল বিচ রিসোর্ট শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় ছিল।
এএইচএস/এমবি