Logo

অর্থনীতি

নারী শ্রমিকদের কল্যাণে কাজ করবে বিজিএমইএ ও এশিয়া ফাউন্ডেশন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:৫৮

নারী শ্রমিকদের কল্যাণে কাজ করবে বিজিএমইএ ও এশিয়া ফাউন্ডেশন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশিয়া ফাউন্ডেশনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন ও নারী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো আলোচনা করা হয়।

শনিবার (ঢাকা, ৩০ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর আইনি ইসলাম ও কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ লিড (অপরাজিতা) কাশফিয়া কায়েস।

বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা জোরদার এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে। পাশাপাশি কমিউনিটি ভিত্তিক ডে-কেয়ার স্থাপন, মিড-লেভেল ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং পোশাক শিল্পে সার্কুলারিটি প্রবর্তনের মতো উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো পোশাক শিল্প। নারী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে আমরা বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতা আমাদের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল বাংলাদেশের পোশাক খাতের টেকসই উন্নয়নে ভবিষ্যতে যৌথ কর্মসূচি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন, এ বৈঠক পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পোশাক শিল্পকে আরও মানবিক ও টেকসই করে তুলবে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিএমইএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর