Logo

অর্থনীতি

কৃষি ব্যাংকের খুলনা বিভাগ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৯:১২

কৃষি ব্যাংকের খুলনা বিভাগ ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) খুলনায় আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের শাখা ব্যবস্থাপক থেকে শুরু করে নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। তিনি বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায় এবং বৈদেশিক রেমিট্যান্স সেবায় বাংলাদেশ কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি বজায় রেখেছে। তিনি চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আঃ রহিম এবং মোহা. খালেদুজ্জামান।

সভায় ৩০ জুন ২০২৫ পর্যন্ত ব্যবসায়িক অর্জন উপস্থাপন করা হয় এবং পরবর্তী বছরের জন্য কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর