Logo

অর্থনীতি

‘ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের রপ্তানির সুযোগ বাড়ছে’

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৯:২১

‘ট্রাম্পের শুল্কনীতিতে বাংলাদেশের রপ্তানির সুযোগ বাড়ছে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতিকে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তার মতে, ভারত ও চীনের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রায় ২০৫ কোটি ডলারের অতিরিক্ত রপ্তানি করতে সক্ষম হতে পারে।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. জাহিদ হোসেন বলেন, ভারতের ওপর বাংলাদেশের তুলনায় ৩০ শতাংশ বেশি শুল্কারোপের ফলে ১২০ থেকে ২০৭ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, চীনের ওপর বাড়তি শুল্কের কারণে সাত থেকে ২৫ মিলিয়ন ডলারের বাজার সুযোগ তৈরি হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, রপ্তানির এ সুযোগের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তার ভাষায়, ‘দেশ বর্তমানে ‘মধ্যম আয়ের ফাঁদে’ আটকে আছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দুর্বল ব্যাংক খাত, অনুন্নত লজিস্টিক ব্যবস্থা, শ্রমবাজারের সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা ও ফাইনান্সিয়াল এক্সপ্রেসের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আশা করা হয়েছিল, তা হয়নি; বরং বৈষম্য আরও বেড়েছে।’

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আবুল কাশেম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর