Logo

অর্থনীতি

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২০:১২

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে শনিবার (৩০ আগস্ট) রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও পরিচালক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, শাখা ও উপশাখা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হেলাল আহমেদ চৌধুরী তার বক্তব্যে খেলাপি ঋণ আদায় জোরদার করার, আইনি প্রক্রিয়া দ্রুততর করার, মানবসম্পদ উন্নয়নে আধুনিক প্রশিক্ষণ প্রদানের এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রতিটি শাখাকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে আয় বৃদ্ধির আহ্বান জানান।

শেখ ফরিদ ব্যাংকের পুনরুদ্ধার প্রক্রিয়ায় সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে বলেন, বেসিক ব্যাংক সঠিকভাবে পরিচালিত হলে আবারও একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে রূপ নিতে সক্ষম হবে।

মো. সিরাজুল ইসলাম ঝুঁকি ভিত্তিক পরিদর্শন (আরবিএস) এবং আন্তর্জাতিক মানসম্পন্ন তদারকির মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করার ওপর আলোকপাত করেন। মো. আব্দুল আহাদ করপোরেট গভর্ন্যান্স, আমানত সংগ্রহ এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, দৈনন্দিন কাজের দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর জোর দিতে হবে, পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।

সভায় জানানো হয়, বেসিক ব্যাংক ইতিমধ্যেই উন্নতির পথে রয়েছে এবং তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় শক্তিশালী অবস্থায় আছে।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর