Logo

অর্থনীতি

আগস্টে রেমিট্যান্স এল ২৭ হাজার কোটি, প্রবৃদ্ধি ১.৯ শতাংশ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪১

আগস্টে রেমিট্যান্স এল ২৭ হাজার কোটি, প্রবৃদ্ধি ১.৯ শতাংশ

প্রতীকী ছবি

চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম দুই মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগস্ট মাসে (১-৩০ আগস্ট) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২,২২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৭ হাজার ১৬৩ কোটি।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

গত বছরের একই সময়ে (আগস্ট ২০২৪) এসেছিল ২,১৮৭ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ হাজার ৭৮৮ কোটি টাকা। অর্থাৎ এ বছরের আগস্টে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।

শুধু শেষ তিন দিনে (২৮-৩০ আগস্ট) দেশে এসেছে ১৪২ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৭৩২ কোটি টাকা।

এ ছাড়া জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত (অর্থবছরের প্রথম দুই মাসে) প্রবাসীরা পাঠিয়েছেন ৪,৭০৭ মিলিয়ন ডলার, যার টাকার অঙ্ক প্রায় ৫৭ হাজার ৪৩১ কোটি। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪,১০১ মিলিয়ন ডলার বা প্রায় ৫০ হাজার ৩৪ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর