বিমানবন্দর থেকে ফেরত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
বিদেশ সফরে যেতে গিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়।
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরকারের নির্দেশে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। যদিও একই অনুষ্ঠানে আমন্ত্রিত কেন্দ্রীয় ব্যাংকের আরও ১০ কর্মকর্তা নির্বিঘ্নে গেছেন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত গভর্নর, ডেপুটি গভর্নর ও বিভিন্ন ব্যাংকের এমডি-পরিচালকদের দুর্নীতি অনুসন্ধানে দুদককে অনুরোধ জানায়। সেই তালিকা ইমিগ্রেশনে পাঠানো হয়।
ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। তার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।
এএইচএস/এমবি