তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপোতে যাচ্ছে ডিসিসিআই’র প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

তাইওয়ানে আগামী ৩–৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’-এ অংশ নিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) 8 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ডিসিসিআই জানিয়েছে যে, প্রতিষ্ঠানটির সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে দলটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করবে।
এক্সপোটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান কৃষি ভ্যালুচেইনের নানা পর্যায়ে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী প্রক্রিয়া ও স্মার্ট এগ্রো প্রসেসিং সমাধান প্রদর্শন করবে। এ ছাড়া বিশেষজ্ঞ ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও থাকবে।
ডিসিসিআই জানিয়েছে, তাদের প্রতিনিধি দল কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ফিড, কোল্ড-চেইন, এগ্রো-ফুড এবং টেকসই কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা ও স্মার্ট সমাধান খুঁজে বের করার লক্ষ্যে অংশ নিচ্ছে। সফরকালে তারা ব্যবসায়িক ম্যাচ-মেকিং বৈঠক, কনফারেন্স ও মতবিনিময় সভায় যোগ দেবেন। এর মাধ্যমে টেকসই কৃষি বিষয়ে বৈশ্বিক ধারা সম্পর্কে অবগত হয়ে ডিসিসিআই সদস্য প্রতিষ্ঠানগুলো রপ্তানি সক্ষমতা বাড়াতে ও প্রযুক্তিনির্ভর সমাধানে উৎসাহিত হবে।
আয়োজক প্রতিষ্ঠানের তথ্যমতে, এবারের এক্সপো পাঁচটি মূলনীতি—টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার—কে ভিত্তি করে আয়োজন করা হচ্ছে। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পুরো ভ্যালুচেইনে ব্যবহৃত প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সরঞ্জাম ও সমাধানও প্রদর্শিত হবে। এ আয়োজনে এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের কৃষি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন—ডিসিসিআই পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের প্রধান নির্বাহী এম. মোসাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।