Logo

অর্থনীতি

আগস্টে রেমিট্যান্স এল ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬

আগস্টে রেমিট্যান্স এল ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা

ছবি : সংগৃহীত

চলতি আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগস্টে এসেছে ২.৪২ বিলিয়ন মার্কিন ডলার বা ২৪২ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ প্রবাসী আয়। টাকায় এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। তুলনামূলকভাবে এ বছর আগস্টে প্রায় ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯ শতাংশ।

২০২৫–২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) প্রবাসী আয় মিলেছে মোট ৪৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪১৩ কোটি ৮০ লাখ ডলার। ফলে বছরে বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৪ শতাংশ।

শুধু জুলাই মাসেই দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স, যার অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

এর আগে, ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড হয়েছিল মার্চ মাসে—সেই মাসে এসেছিল ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, সরকারি প্রণোদনা, ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ এবং প্রবাসী আয় প্রেরণের প্রক্রিয়া সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এটি টাকার মান স্থিতিশীল রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভেও শক্তি যোগাবে।

 এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর