Logo

অর্থনীতি

এফএসআইবিএল থেকে ৩৮ হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এস আলম

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬

এফএসআইবিএল থেকে ৩৮ হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এস আলম

ছবি : সংগৃহীত

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) থেকে এস আলম গ্রুপ নামে বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান।

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ‘এস আলম নামে বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে।’

মার্জার প্রসঙ্গে সতর্ক অবস্থান

মার্জার ইস্যুতে প্রশ্নের জবাবে আব্দুল মান্নান জানান, অন্য ব্যাংকগুলোর সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই। তবে অতিরিক্ত সময় চাইবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তাঁর ভাষায়, ‘চট করে সিদ্ধান্ত চাইলে সেটা সম্ভব নয়। কারণ সিদ্ধান্ত একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়।’

তিনি আরও বলেন, ব্যাংকগুলো কেবল ইট-কাঠের দালান নয়, এখানে হাজারো কর্মী ও কর্মকর্তার জীবিকা জড়িয়ে আছে। এ অবকাঠামো ধরে রাখা জরুরি, নাহলে আমানতকারীদের স্বার্থসহ সবার ক্ষতি হবে।

ডিপোজিট ও পুনরুদ্ধার অগ্রগতি

গত এক বছরে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রায় ১১ লাখ কোটি টাকার ডিপোজিট সংগ্রহ করেছে বলে জানান চেয়ারম্যান। একই সময়ে প্রায় ৩ হাজার কোটি টাকা অনাদায়ী ঋণ আদায় এবং আরও ৩ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছে।

মান্নান বলেন, ‘এর ফলে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিষ্কারভাবে দৃশ্যমান হয়েছে। আমাদের অডিট রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন এবং বিদেশি এ- কিউ-আর রিপোর্ট—সবই এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি ব্যাংক দুর্বল হয়ে পড়লে সেটা দেশের জন্য কোনোভাবেই শুভ সংবাদ নয়।’

আমানতকারীদের বিষয়ে আশ্বাস

ডিপোজিটররা টাকা তুলতে না পারা প্রসঙ্গে এফএসআইবিএল এর আব্দুল মান্নান জানান, নির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব না হলেও আমানতকারীদের ক্ষতিগ্রস্ত না হওয়ার নিশ্চয়তা দিতে ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করছে।

তার ভাষায়, ‘অতীতে যেভাবে তারা ব্যাংকের প্রতি আস্থা রেখেছেন, ভবিষ্যতেও যেন সেই আস্থা বজায় থাকে—আমরা সেটিই নিশ্চিত করতে চাই।’

এএইচএস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক এস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর