Logo

অর্থনীতি

৬০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, স্টার্টআপদের স্বপ্ন পূরণ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩

৬০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, স্টার্টআপদের স্বপ্ন পূরণ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো স্টার্টআপ ফাণ্ডে বড় ধরনের পরিবর্তন আনতে গঠিত হচ্ছে সাড়ে ৬০০ কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। এ ফান্ড থেকে উদ্যোক্তাদের ঋণ নয়, বরং ইকুইটি আকারে সরাসরি বিনিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে এই ফান্ডের কাঠামো নিয়ে আলোচনা হয়।

আলোচনায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, চারটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে একটি বোর্ড গঠন করা হবে, যেখানে বাংলাদেশ ব্যাংকও থাকবে। এছাড়া ইনভেস্টমেন্ট কমিটি, এডভাইজরি কমিটি ও স্পন্সর কমিটি থাকবে, যাতে ফান্ড ব্যবস্থাপনা স্বচ্ছ ও কার্যকর হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন বলেন, ‘আমাদের লক্ষ্য স্টার্টআপদের স্বপ্ন পূরণে সহায়তা করা। ঋণের চাপ না দিয়ে আমরা বিনিয়োগ করবো। যদি কোনো উদ্যোক্তার ৫০ কোটি টাকা প্রয়োজন হয়, সেটি আমরা ইকুইটি হিসেবে দেবো। বিশ্বব্যাপী ভেঞ্চার ক্যাপিটালের মডেলও এভাবেই কাজ করে।’

তিনি জানান, এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি রিফাইন্যান্স স্কিম চালু করেছে। এর মাধ্যমে ব্যাংকগুলো স্বল্প সুদে অর্থ নিয়ে উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। তবে স্টার্টআপ ঋণ প্রদানে অভিজ্ঞতা কম থাকায় এডভাইজরি কমিটির মাধ্যমে বিষয়টি পরিচালিত হবে।

মাশরুর আরেফিন আরও বলেন, ‘এটা শুধু একটি ফান্ড নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশের জন্য দুর্দান্ত উদ্যোগ। পৃথিবীতে ৭০ ভাগ স্টার্টআপ ব্যর্থ হয়, কিন্তু বাকি ৩০ ভাগের মধ্যে যদি একটি উবারের মতো প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের বিনিয়োগ সফল হবে। মনে রাখতে হবে আমরা লোন দিচ্ছি না, বিনিয়োগ করছি।’

তিনি আরও বলেন, ‘ফান্ডটি নতুন কোম্পানি হিসেবে নিবন্ধিত হবে এবং কার্যক্রম শুরু হতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। তবে কার্যক্রমের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।’

সার্বিকভাবে, ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে গঠিত এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বাংলাদেশে স্টার্টআপ জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর