Logo

অর্থনীতি

তৈরি পোশাক রপ্তানিতে ২ মাসে প্রবৃদ্ধি, আগস্টে নিম্নমুখী

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯

তৈরি পোশাক রপ্তানিতে ২ মাসে প্রবৃদ্ধি, আগস্টে নিম্নমুখী

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও আগস্টে রপ্তানিতে ধস নেমেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ ৭১৩ কোটি ৬ লাখ মার্কিন ডলার আয় করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬৩ শতাংশ বেশি। এর মধ্যে নিটওয়্যার খাতে আয় হয়েছে ৩৯৫ কোটি ডলার (প্রবৃদ্ধি ৯ দশমিক ১১ শতাংশ) এবং উভেন খাতে ৩১৮ কোটি ডলার (প্রবৃদ্ধি ১০ দশমিক ২৮ শতাংশ)।

তবে আগস্টে রপ্তানি চিত্র ভিন্ন। ওই মাসে আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কম। নিটওয়্যার রপ্তানি হয়েছে ১৭৭ কোটি ডলার (প্রবৃদ্ধি ঋণাত্মক ৬ দশমিক ৩৪ শতাংশ) এবং উভেন খাতে আয় হয়েছে ১৪০ কোটি ডলার (প্রবৃদ্ধি ঋণাত্মক ২ দশমিক ৬৫ শতাংশ)।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল জানান, জুলাই-আগস্ট মিলিয়ে প্রবৃদ্ধি ইতিবাচক হলেও আগস্টে মন্দা লক্ষণীয়। বৈশ্বিক বাজারের চাহিদা কমে যাওয়া এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির কারণে এই ধস দেখা দিয়েছে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আমদানি-রপ্তানি পোশাক খাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর