বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়, ফেডের নীতি বদলের খবরে চাঙা বাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়ল সোনার দাম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আউন্স প্রতি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (১ ডলার সমান ১২০ টাকা ধরে) প্রায় ৪ লাখ ২১ হাজার ২০ টাকা। এ হিসাবে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৬০ টাকা।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, মার্কিন ডলার দুর্বল হয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা কেনার দিকে ঝুঁকেছেন। এর প্রভাবেই সোনার দামে বড় ধরনের উত্থান দেখা যাচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি, যা ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি এবং ফেডের নীতি পরিবর্তনের আশঙ্কায় সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বাজারকে চাঙ্গা করেছে।
ক্যাপিটাল ডটকমের আর্থিক বিশ্লেষক কাইল রড্ডা বলেন, যুক্তরাষ্ট্রের সুদহার কমতে পারে—এই প্রত্যাশা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে সোনায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফেডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা কমিয়েছে।
অন্যদিকে, সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজারে ধারণা তৈরি হয়েছে যে আগামী ১৭ সেপ্টেম্বর ফেড এক-চতুর্থাংশ পয়েন্ট সুদহার কমাতে পারে। এই সম্ভাবনা এখন ৯০ শতাংশের কাছাকাছি বলে মনে করছেন ব্যবসায়ীরা।
অর্থনীতিবিদদের মতে, সোনায় বিনিয়োগে সরাসরি সুদ না পাওয়া গেলেও সুদহার কমে গেলে সোনা আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে আগামী দিনগুলোতে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এএইচএস/এএ