দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

ছবি : সংগৃহীত
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী রিজার্ভের এ পরিমাণ ধরা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট স্থিতি বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ দশমিক শূন্য ৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতি
অনুসারে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৫০ দশমিক শূন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ পরিবর্তন দেশের আমদানি ব্যয়, রপ্তানি আয় এবং প্রবাসী আয়—এই তিন খাতের ওঠানামার সঙ্গে সম্পর্কিত। রিজার্ভ স্থিতি কতদিন আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটাতে সক্ষম, তা দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতারও একটি ধারণা পাওয়া যায়।
স্মরণযোগ্য যে, গত কয়েক বছরে রিজার্ভের ধারা ওঠানামা করছে। আমদানি ব্যয়ের চাপ, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহের কারণে এর তারতম্য দেখা যায়। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভের এ হিসাব নিয়মিতভাবে হালনাগাদ করা হয় এবং আন্তর্জাতিক সংস্থার মানদণ্ড মেনেই তা প্রকাশ করা হচ্ছে।
এএইচএস/এএ