Logo

অর্থনীতি

সামাজিক মাধ্যমে লোভনীয় অফারের ফাঁদ এড়াতে ডিএসইর সতর্কবার্তা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

সামাজিক মাধ্যমে লোভনীয় অফারের ফাঁদ এড়াতে ডিএসইর সতর্কবার্তা

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বিএসইসি, ডিএসই ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টা ও কার্যক্রমে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করলেও নতুনভাবে এক শ্রেণির অসাধু চক্র সক্রিয় হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে তারা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে অভিনব প্রতারণার ঘটনা ধরা পড়েছে।

ডিএসইর উপ পরিচালক শফিকুর রহমান রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এ বিষয়ে ডিএসই কর্তৃপক্ষ গুরুত্বসহকারে ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে রেগুলেটর, ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। বিনিয়োগকারীদের সচেতন করতে সংবাদ সম্মেলনও আয়োজন করেছে ডিএসই। পাশাপাশি ওয়েবসাইটে সতর্কবার্তাও জারি করা হয়েছে। 

এ বিষয়ে খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং র‍্যাবসহ গোয়েন্দা সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে। প্রতারক চক্রকে নজরদারিতে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ডিএসই।

বর্তমানে প্রতারকরা নতুন কৌশলে বিভিন্ন কোম্পানির শেয়ারের আকর্ষণীয় দর বৃদ্ধির প্রলোভন দেখাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দণ্ডনীয় অপরাধ।

ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, লোভনীয় অফারের ফাঁদে না পা দিতে, অসাধু চক্রের প্ররোচনায় না পড়তে এবং সবসময় যাচাই-বাছাই করে বিনিয়োগ করতে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর