Logo

অর্থনীতি

সোনার দামে নতুন রেকর্ড

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০

সোনার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৭১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। এর আগে আজ প্রতি ভরি সোনা বেচাকেনা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪ সেপ্টেম্বর থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী 

  • ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা
  • ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা
  • ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৩০৩ টাকা
  • সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর