Logo

অর্থনীতি

ঢাকায় শেষ হলো এসএমই ফাউন্ডেশনের ক্রেতা-বিক্রেতা সম্মিলন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

ঢাকায় শেষ হলো এসএমই ফাউন্ডেশনের ক্রেতা-বিক্রেতা সম্মিলন

ছবি : বাংলাদেশের খবর

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে ঢাকার আগারগাঁওয়ে শেষ হলো দুই দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মিলন। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় এ আয়োজন অনুষ্ঠিত হয় ৮ ও ৯ সেপ্টেম্বর।

এবারের সম্মিলনে দেশের বিভিন্ন জেলার ২৫টি এসএমই ক্লাস্টার এবং নারী উদ্যোক্তাসহ ৪৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। তাঁরা চামড়া, হালকা প্রকৌশল, তাঁত, হোসিয়ারি, হোম টেক্সটাইল, নকশিকাঁথা, কাঠ-বাঁশ-বেত, মৃৎশিল্প ও জুয়েলারি খাতের নানা পণ্য ও সরবরাহ সক্ষমতা প্রদর্শন করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভূটান পরিচালক হোসনা ফেরদৌস সুমি এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৩০ শতাংশ এসএমই খাত থেকে আসে এবং শিল্প খাতে ৮৫ শতাংশ কর্মসংস্থান নিশ্চিত হয় এ খাতের মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগ উদ্যোক্তাদের নতুন বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং তাদের ব্যবসায়িক সক্ষমতা আরও বাড়াবে।

ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান জানান, এখন পর্যন্ত সারাদেশে ১৭৭টি এসএমই ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় ২০ লাখ মানুষ কাজ করছে। এসব ক্লাস্টারের বাৎসরিক টার্নওভার প্রায় ৩০ হাজার কোটি টাকা। নতুন আরও ২০টি ক্লাস্টার যুক্ত হয়েছে। তিনি বলেন, উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ, অর্থায়ন, প্রযুক্তি ব্যবহার, মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে ফাউন্ডেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করছে।

আয়োজকরা জানান, এই সম্মিলনের উদ্দেশ্য হলো তৃণমূল উদ্যোক্তাদের বাণিজ্যিক ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, নতুন বাজার খুঁজে পাওয়া এবং মেন্টরিংয়ের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে সহায়তা করা। পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্পপ্রতিষ্ঠান রয়েছে এবং অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

  • এএইচএস/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর