Logo

অর্থনীতি

ভিডিও কেলেঙ্কারি, চাকরি হারালেন বিএফআইইউ প্রধান শাহীনুল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

ভিডিও কেলেঙ্কারি, চাকরি হারালেন বিএফআইইউ প্রধান শাহীনুল

এএফএম শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এর আগে তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও এবং অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলায় তাকে বহিস্কারের সুপারিশ করা হয়। কিন্তু দীর্ঘদিন কোনো পদক্ষেপ না নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের ভেতরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেন শাহীনুল ইসলাম। পাশাপাশি তার নিজের ও স্ত্রীর ব্যাংক হিসাবে অস্বাভাবিক নগদ জমার তথ্যও পাওয়া যায়। ফরেনসিক পরীক্ষায় প্রকাশিত ভিডিওর সত্যতাও নিশ্চিত হয়।

গত ১৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহীনুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিনি অফিস ছাড়তে বাধ্য হন এবং তদন্ত চলাকালে ছুটিতে যান। শেষ পর্যন্ত নিয়োগ বাতিলের মাধ্যমে এ অধ্যায়ের অবসান ঘটল।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর