Logo

অর্থনীতি

শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫

শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় এই লকার জব্দের ঘটনা ঘটে। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ হাসিনার নামে ব্যাংকের ওই শাখায় একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নম্বর–১২৮)। লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। পরে সিআইসির একটি বিশেষ টিম ব্যাংকে গিয়ে আনুষ্ঠানিকভাবে লকারটি জব্দ করে।

তবে লকারের ভেতরে কী আছে বা কতটুকু সম্পদ রয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাবেক সরকারপ্রধানদের আর্থিক লেনদেন ও সম্পদ সম্পর্কিত নথিপত্র খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা এই লকারের সন্ধান মেলে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর