Logo

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বৃদ্ধির প্রভাবে স্মারক স্বর্ণ মুদ্রার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য ১১ সেপ্টেম্বর কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, স্বর্ণ ও রৌপ্যের বৈশ্বিক দামের ঊর্ধ্বগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ দেশে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক স্বর্ণের দাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর