Logo

অর্থনীতি

ইউরোপ-আমেরিকার পোশাক বাজারে ভিন্ন প্রবণতা, বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫

ইউরোপ-আমেরিকার পোশাক বাজারে ভিন্ন প্রবণতা, বাংলাদেশের অবস্থান আশাব্যঞ্জক

গত এক দশকে বৈশ্বিক পোশাক আমদানির বাজারে ইউরোপ ও আমেরিকার মধ্যে ভিন্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ইউরোপে মোট পোশাক আমদানি ছিল ৭১.০১ বিলিয়ন ইউরো, যা ২০২৪ সালের মধ্যে বেড়ে দাঁড়ায় ৮৫.৫৬ বিলিয়ন ইউরোতে। এতে এক দশকে ২০.৪৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়।

তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির ধাক্কায় ইউরোপের বাজারেও বড়সড় পতন ঘটে। ২০১৯ সালের ৭৯.৯৩ বিলিয়ন ইউরো থেকে ২০২০ সালে তা নেমে আসে ৬৮.৪৯ বিলিয়ন ইউরোতে। অর্থাৎ প্রায় ১৪.৩১ শতাংশ হ্রাস।

মহামারি ও পরবর্তী সময়ে বাজার ঘুরে দাঁড়িয়েছে, যেখানে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৯২ শতাংশ।

বাংলাদেশের অবস্থান এ প্রেক্ষাপটে আরও আশাব্যঞ্জক। ২০১৫ সালে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ১১.৫৪ বিলিয়ন ইউরো। যা ২০২৪ সালে পৌঁছে ১৮.২৮ বিলিয়নে— অর্থাৎ ৫৮.৪৫ শতাংশ প্রবৃদ্ধি। কোভিডের সময়ে বাংলাদেশও ধাক্কা খেয়েছে (২০১৯ সালে ১৪.৯৬ বিলিয়ন ইউরো থেকে ২০২০ সালে নেমে ১২.৩২ বিলিয়ন ইউরো)। তবে হ্রাসের হার ছিল ১৭.৬৪ শতাংশ। এর পরবর্তী সময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে— ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ৪৮.৩৪ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের চিত্র কিছুটা ভিন্ন। গত এক দশকে সেখানে পোশাক আমদানিতে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। যেখানে মোট প্রবৃদ্ধি ছিল -৬.৯২ শতাংশ। ২০২০ সালে মার্কিন বাজারে আমদানি কমে গিয়েছিল ২৩.৪৫ শতাংশ। তবে পরে ২৩.৭২ শতাংশ হারে পুনরুদ্ধার হয়েছে।

বিজিএমইএর ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, বাংলাদেশের জন্য আমেরিকার বাজারেও আশা জাগানিয়া খবর রয়েছে। গত দশকে সেখানে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৫.৮৭ শতাংশ। কোভিডকালে হ্রাসের হার ছিল ১১.৭৩ শতাংশ। এরপরের পুনরুদ্ধার ছিল ৪০.৪৫ শতাংশ— যা বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করছে।

সব মিলিয়ে ইউরোপের বাজার যেখানে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি বজায় রেখেছে। সেখানে আমেরিকার বাজারে কিছুটা অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও চাহিদার হ্রাসের কারণে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— ইউরোপ ও আমেরিকায় চীনের প্রভাব কমছে। যা বাংলাদেশের মতো বিকাশমান দেশের জন্য বড় সুযোগ সৃষ্টি করছে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক খাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর