Logo

অর্থনীতি

এডিএন টেলিকমের সঙ্গে দুই দ. কোরিয়ান কোম্পানির চুক্তি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

এডিএন টেলিকমের সঙ্গে দুই দ. কোরিয়ান কোম্পানির চুক্তি

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড দেশের হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি হলো পিবিসি কোম্পানি লিমিটেড এবং সিএনডি মটরস কোম্পানি লিমিটেড।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির মাধ্যমে বাংলাদেশের তিনটি বৃহৎ প্রকল্পে আধুনিক অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি এবং স্মার্ট পরিবহন ব্যবস্থা উন্নয়নে একযোগে কাজ করবে পক্ষগুলো।

এডিএন টেলিকম জানায়, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক থ্রি-হুইলার সরবরাহ, বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা এবং সৌরচালিত স্ট্রিটলাইট স্থাপন।

চুক্তির শর্ত অনুযায়ী, এডিএন টেলিকম প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক পদক্ষেপ গ্রহণ, বাজার উন্নয়ন, সংযোজন কারখানা স্থাপন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে। অপরদিকে, কোরিয়ান কোম্পানিগুলো উন্নত প্রযুক্তি, আধুনিক সরঞ্জাম এবং কারিগরি দক্ষতা সরবরাহ করবে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর