Logo

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে কৃষি, জ্বালানি পণ্য ও বিমান কিনবে বাংলাদেশ

Icon

বাংলাদেশের খবর প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

যুক্তরাষ্ট্র থেকে কৃষি, জ্বালানি পণ্য ও বিমান কিনবে  বাংলাদেশ

সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ছবি : বাণিজ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে পাল্টা শুল্ক হ্রাস ও বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করতে পাল্টা শুল্ক আরও কমাতে চাই আমরা। এর অংশ হিসেবে কৃষি, জ্বালানি পণ্য ও বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, পাল্টা শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। আলোচনায় রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি নিয়েও অগ্রগতি হয়েছে। আশা করছি, ঘাটতি কমানোর পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণে এ উদ্যোগ কার্যকর হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। তবে বাংলাদেশ চায়, এ শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে। এজন্য ইউএসটিআরের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবেই ঢাকায় এসেছেন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর