Logo

অর্থনীতি

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এ অঙ্ক ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১.৫ বিলিয়ন ডলার পরিশোধ করায় রিজার্ভ কমে দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। তবে এরপর ধীরে ধীরে স্থিতি ফেরে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ কমেছে এবং কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হয়নি। বরং বাজার থেকে ডলার কিনতে হয়েছে। সর্বশেষ ৪ সেপ্টেম্বর পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১৩ কোটি ৪০ লাখ ডলার এবং ২ সেপ্টেম্বর আটটি ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৭৫ লাখ ডলার কেনা হয়েছে।

তথ্যমতে, গত এক দশকে রিজার্ভের ওঠানামা লক্ষণীয়। ২০১৩-১৪ অর্থবছরে রিজার্ভ ছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা ২০১৫-১৬ অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন অতিক্রম করে। ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ সর্বোচ্চ ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে কমতে থাকে। ২০২৪-২৫ অর্থবছর শেষে রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ টেকসই থাকলে ও আমদানি চাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে রিজার্ভে আরও স্থিতিশীলতা আসবে।

এএইচএস/এএ



প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর