Logo

অর্থনীতি

অবশেষে ৫ ব্যাংক একীভূতকরণে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

অবশেষে ৫ ব্যাংক একীভূতকরণে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত

অবশেষে সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংকে (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক) একীভূত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আর্থিক খাতকে আরও সুসংহত করা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা, এবং দুর্বল ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি, তারল্য সংকট ও শাখা পরিচালনায় অদক্ষতায় ভুগছিল কয়েকটি ব্যাংক। সেই প্রেক্ষাপটেই সমন্বিত কাঠামোর আওতায় তাদের একীভূত করা হচ্ছে।

এ বিষয়ে আরিফ হোসেন খান বলেন, ‘এটি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার মাধ্যমে টেকসই আর্থিক খাত গড়ে তোলা সম্ভব হবে। গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও জানান, একীভূত করা প্রত্যেক ব্যাংকে পাঁচজন করে প্রশাসক নিয়োগ করা হবে। অর্থাৎ পাঁচ ব্যাংকে ২৫ জন প্রশাসক থাকবেন। মার্জার প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছর সময় লাগবে। এই টিমের সঙ্গে  থাকবেন ব্যাংকের এমডি৷ তবে ব্যাংকের বোর্ডের কার্যক্রম থাকবে না।  অর্থাৎ যেভাবে নগদের প্রশাসক কাজ করছেন একই ভাবে ব্যাংকগুলোতেও কাজ করবেন প্রশাসকরা। এছাড়াও ব্যাংক অডিনেন্স কার্যক্রম পরিচালনায় একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রতিনিধি থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, একীভূত হওয়ার ফলে গ্রাহকদের জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি হবে না। বরং ব্যাংকগুলো পরিচালনায় দক্ষতা বৃদ্ধি পাবে এবং পরিষেবার মানও উন্নত হবে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর