বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ব্যাংকের সাবেক আলোচিত-সমালোচিত নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সাবেক মুখপাত্র মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আগামী ১৪ অক্টোবর থেকে তার পদত্যাগপত্র কার্যকর হবে।
উল্লেখ্য, ইতোপূর্বে তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগ রয়েছে।
এএইচএস/এএ