Logo

অর্থনীতি

পুঁজিবাজারকে গতিশীল করতে ডিএসই ও বিএপিএলসির বৈঠক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫

পুঁজিবাজারকে গতিশীল করতে ডিএসই ও বিএপিএলসির বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, আধুনিক ও গতিশীল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এ আলোচনা সভা বসে।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তালিকাভুক্ত কোম্পানির বৃহত্তম সংগঠন বিএপিএলসির সঙ্গে এটি ডিএসই পরিচালনা পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।’ 

তিনি জানান, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পুঁজিবাজার কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি। তবে সম্প্রতি সরকারের নীতি সহায়তা, বাজেট প্রণোদনা এবং বিএসইসির পদক্ষেপে বাজারে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এ সময়ে আইপিও প্রক্রিয়া সহজীকরণ, তালিকাভুক্ত কোম্পানির কমপ্লায়েন্স ইস্যু এবং ডিজিটাল এজিএম আয়োজনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

বিএপিএলসির প্রেসিডেন্ট রূপালি হক চৌধুরী বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানির স্বার্থ রক্ষা এবং বাজারে সুশাসন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘সমস্যার চেয়ে সমাধান নিয়ে আলোচনা করা জরুরি।’ পাশাপাশি নতুন উদ্যোক্তা ও ক্ষুদ্র কোম্পানিকে পুঁজিবাজারে আনার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিসর বৃদ্ধি এবং বিদ্যমান কোম্পানির জন্য কমপ্লায়েন্স কাঠামো সহজ করার আহ্বান জানান তিনি।

আলোচনায় উভয় পক্ষ লিস্টিং প্রক্রিয়ার স্বচ্ছতা, আইপিওতে যথাযথ মূল্যায়ন, কর কাঠামোর অসঙ্গতি, ডিজিটাল রিপোর্টিং সিস্টেমের অভাব, গ্রীন চ্যানেল চালু, কোম্পানির ক্যাটাগরি সংস্কার, AGM আয়োজনের স্বচ্ছতা ও সহজীকরণ, এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকের পর ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘সঠিক প্রাইসিং নিশ্চিত করা গেলে ভালো উদ্যোক্তারা বাজারে আসবেন এবং আন্ডাররাইটাররা কার্যকর নিয়ন্ত্রক ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি গ্রীন চ্যানেল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে দ্রুত আইপিও অনুমোদন সম্ভব হবে।’

এছাড়া বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা একমত হন যে, সমন্বিত প্রচেষ্টা ও গঠনমূলক সহযোগিতার মাধ্যমেই দেশে একটি শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। পরে ভবিষ্যতেও বিএপিএলসির সঙ্গে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ডিএসই।

সভায় ডিএসইর পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ হাম্মাদুল করীম, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি. রোজারিও এবং ভারপ্রাপ্ত এমডি ও সিওও মোহাম্মদ আসাদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর