Logo

অর্থনীতি

টানা সূচকপতনে শেয়ারবাজারে ২৬৬১ কোটি টাকার মূলধন কমেছে

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

টানা সূচকপতনে শেয়ারবাজারে ২৬৬১ কোটি টাকার মূলধন কমেছে

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা সূচকপতনের কারণে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ২ হাজার ৬৬১ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৮৫ পয়েন্ট (১.৩৪%) কমে ৫,৪৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮১.২৬ পয়েন্ট (১.১৬%) পতনের সঙ্গে ১৫,৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের দিক থেকে ডিএসইতে গত সপ্তাহে শেয়ার কেনা-বেচার পরিমাণ ৩,৫০৫ কোটি টাকা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২,২৪৩ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন কমে ৬৭ কোটি টাকা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৫ কোটি টাকা কম।

ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ৩০৬টির দর কমেছে। সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যেখানে ১৯৫টির দর পতিত হয়েছে। 

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর