উদ্যোক্তার স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
-(15)-68cfcea2c89e9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (এমএসএমই) উদ্যোক্তাদের পণ্য রপ্তানি কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং ভিসার সহায়তায় অনুষ্ঠিত “এসএমই উদ্যোক্তাদের পণ্য রপ্তানি সহজ করা এবং বিশ্ববাজারে যুক্ত করতে সহায়তার উপায়” শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ ঘোষণা দেন।
আলোচনায় সভাপতিত্ব করেন- এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং উইমেন এন্ট্রাপ্রেনিওর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (উইএবি)’র সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।
গোলটেবিলে উদ্যোক্তারা জানান, রপ্তানি কার্যক্রমে স্যাম্পল পাঠানো, অনলাইন লেনদেন, কাস্টমস প্রক্রিয়া, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তি-এসব ক্ষেত্রে নানা জটিলতা ও হয়রানির সম্মুখীন হচ্ছেন তারা। এতে বিদেশি ক্রেতাদের কাছে আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।
এ প্রসঙ্গে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯ শতাংশই এমএসএমই খাতে। জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ এবং শিল্প খাতে কর্মসংস্থানের ৮৫ শতাংশই এসএমই নির্ভর। বর্তমানে প্রায় ৩ কোটিরও বেশি মানুষ এ খাতে কর্মরত।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিসেবে এসএমই ফাউন্ডেশন প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে, যাদের মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। জাতীয় শিল্পনীতি ২০২২, এসএমই নীতিমালা ২০১৯ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নে সংস্থাটি নানা কার্যক্রম পরিচালনা করছে।
সরকারের আশ্বাস অনুযায়ী, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য রপ্তানির বাধা দূর হলে বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।
- এএইচএস/এমআই