Logo

অর্থনীতি

একীভূত ব্যাংকের এমডিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

একীভূত ব্যাংকের এমডিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ করবেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এ ধরনের খবর নাকচ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, ‘এমডিদের পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। তারা প্রশাসকের অধীন থেকেই কাজ করবেন এবং পুরো মার্জার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।’

তিনি জানান, একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে দুই বছর সময় লাগবে। এ সময় প্রতিটি ব্যাংকে পাঁচজন করে প্রশাসক দায়িত্ব পালন করবেন। তবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ কার্যত নিষ্ক্রিয় থাকবে।

বোর্ড সদস্যদের সম্মানি প্রসঙ্গে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, ‘এমন অনেক ছোটখাটো বিষয় আছে, যেগুলো কেন্দ্রীয় ব্যাংক ও প্রশাসকরা বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, একীভূতকরণের মূল উদ্দেশ্য আমানতকারীদের স্বার্থ সুরক্ষা। তিনি আশ্বস্ত করে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার সম্পূর্ণ দায়ভার নেবে।’

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় শরিয়াহভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয়। সভায় গভর্নর ছাড়াও এনবিআর চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের সচিব এবং চারজন ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।

তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকের ৭০ লাখেরও বেশি আমানতকারী রয়েছেন, যাদের আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। তবে বিগত সরকারের সময় লুটপাট ও জালিয়াতির কারণে এসব ব্যাংকের ৪৮-৯৮ শতাংশ ঋণ খেলাপি হয়ে গেছে।

একীভূতকরণের জন্য প্রয়োজনীয় ৩৫ হাজার ২০০ কোটি টাকার মধ্যে সরকার ২০ হাজার ২০০ কোটি টাকা দিচ্ছে। এ পাঁচ ব্যাংককে নতুন নামে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামে লাইসেন্স দেওয়া হবে। এটি সরকারি মূলধনে পরিচালিত হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে শেয়ার বেসরকারি খাতে ছাড়বে। বড় আমানতকারীদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে, আর ছোট আমানতকারীরা চাইলে সহজেই তাদের টাকা তুলে নিতে পারবেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর