এক্সিম ব্যাংকের এমডি ফিরোজের পদত্যাগ, এসআইবিএল নিয়ে ধোঁয়াশা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২
মোহাম্মদ ফিরোজ হোসেন। ছবি : সংগৃহীত
শরিয়াহ্ ভিত্তিক একীভূত ব্যাংক তালিকায় থাকা এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফিরোজ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত কারণ দেখালেও, মূলত বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের সঙ্গে কাজ করতে অনীহার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একইসঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি শাফিউজ্জামানের পদত্যাগ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গেছে, তিনি পদত্যাগপত্র জমা দিলেও সেটি এখনও বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়নি।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করা হচ্ছে। প্রক্রিয়ার অংশ হিসেবে এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে এবং ধীরে ধীরে পরিচালনা পর্ষদ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এমডিদের পদত্যাগের প্রয়োজন নেই; তারা প্রশাসকদের অধীনে থেকেই দায়িত্ব পালন করবেন এবং পুরো একীভূতকরণ প্রক্রিয়ায় সহযোগিতা করবেন।
অন্যদিকে, এক্সিম ব্যাংকের এমডি ফিরোজ হোসেনকে এ বছরের শুরুতে ছুটিতে পাঠানো হয়েছিল। পরে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। তবে নির্দেশ পৌঁছানোর আগে তিনি নিজ অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা উত্তোলন করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বিশেষ সভায় শরিয়াহ্ ভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূতের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
- এএইচএস/এমআই

