একীভূত ব্যাংকে শিগগির হচ্ছে না প্রশাসক নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

প্রশাসক নিয়োগ নিয়ে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মুখপাত্র আরিফ হোসেন খান। ছবি : বাংলাদেশের খবর
শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করার পরও শিগগিরই এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলমান থাকলেও চূড়ান্ত করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রতিটি ব্যাংকে প্রশাসক পদে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা থাকবেন। তাদের অধীনে যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।’
তিনি জানান, একীভূত ব্যাংকগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে প্রশাসক নিয়োগ জরুরি হলেও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এজন্য কিছুটা সময় বেশি লাগছে। প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, কার নেতৃত্বের ব্যাংক পরিচালিত হবে, কে কোথায় বসবেন, প্রশাসক টিমের প্রধান কে হবেন বাংলাদেশ ব্যাংক এখন এসব বিষয়ে কাজ করছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ইসলামী শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বোর্ড সভার পর থেকেই নতুন প্রশাসক নিয়োগের বিষয়ে ব্যাংকিং খাত ও আমানতকারীদের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একীভূত হওয়ার পর ব্যাংকগুলোতে বিদ্যমান পরিচালনা পর্ষদ থাকবে কিনা এবং প্রশাসকরা কীভাবে দায়িত্ব পালন করবেন— এসব বিষয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাইছে।
এএইচএস/এমএইচএস