
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম হিসেবে রেকর্ড হলো।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। প্রতি ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বৃদ্ধি পেয়েছে।
নতুন দাম মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
ডিআর/এমএইচএস