Logo

অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

দেশের বাজারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সোনার মূল্যে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতি ভরিতে সোনার দাম ৩ হাজার ৬৬২ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ানোর জন্য এই সমন্বয় আনা হয়েছে।

দেশে সোনার দাম টানা বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। শুধু এই মাসে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ১৬ হাজার টাকার বেশি বেড়েছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সোনার বাজারের প্রভাব, টাকার দর কমে যাওয়া, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উচ্চ মূল্যস্ফীতি দেশের বাজারে সোনার দাম বাড়ার প্রধান কারণ।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম বাজুস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর