Logo

অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের কার্ড থেকে ২৭ লাখ টাকা উধাও

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের কার্ড থেকে ২৭ লাখ টাকা উধাও

ছবি : সংগৃহীত

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (এসসিবি) ৫৪ জন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে এমএফএসের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। 

গ্রাহকদের অভিযোগ, কোনোভাবেই ওটিপি শেয়ার না করলেও কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রতিবার ৫০ হাজার টাকা করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে কেটে নেওয়া হয়। পরে নগদ উত্তোলনের পর সংশ্লিষ্ট নম্বরগুলো বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর এসসিবি সাময়িকভাবে এমএফএস প্ল্যাটফর্মে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাদের প্রযুক্তিতে দুর্বলতা নেই; বরং এ বিষয়ে এমএফএস অপারেটরদের ব্যাখ্যা দিতে হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, আগস্টের শেষ সপ্তাহে সংঘবদ্ধ চক্রটি এ জালিয়াতি চালায়। 

এসসিবি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ তদন্ত শুরু করেছে।

তবে বিকাশ ও নগদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে এসসিবির ব্যবস্থাপনা পরিচালক লুৎফুল হাবিব বলেন, ‘দোষীদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে।’

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর