Logo

অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৩ দিন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১

মিডল্যান্ড ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে ৩ দিন

বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

এই সময়ে শাখা ও উপশাখা ছাড়াও এজেন্ট ব্যাংকিং, এটিএম, ডেবিট কার্ড, বিএসিপিএস, বিইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি–সংক্রান্ত সব ধরনের লেনদেনও স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে মিডল্যান্ড ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম উন্নত করার মাধ্যমে ভবিষ্যতে গ্রাহকরা আরও সহজে ও দ্রুত বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মিডল্যান্ড ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর