শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে ভাটা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০

দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো একসময় দ্রুত আমানত বৃদ্ধির ধারায় এগিয়ে থাকলেও সম্প্রতি সেই প্রবৃদ্ধি কমে গেছে। বিশেষ করে দুর্নীতি ও অনিয়ম প্রকাশ্যে আসায় আমানতকারীদের আস্থা ক্ষুণ্ণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে শরিয়াহভিত্তিক ব্যাংকে মোট আমানত ছিল ৪ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ২০২৫ সালের জুলাইয়ে এটি বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার কোটি টাকায়। এই বৃদ্ধির হার মাত্র ৩.৭৯ শতাংশ। একই সময়ে প্রচলিত ব্যাংকে আমানত বৃদ্ধির হার ছিল ৯.২২ শতাংশ।
একসময় মোট আমানতের ২৫ শতাংশ ইসলামী ব্যাংকে থাকলেও বর্তমানে তা নেমে এসেছে ২২ শতাংশে। বিশেষ করে কয়েকটি ব্যাংকের একীভূত হওয়ার পর আমানতকারীদের আস্থা কমে গেছে।
বর্তমানে দেশে পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে ১০টি- ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বর্তমানে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
এএইচএস/এমএইচএস