Logo

অর্থনীতি

ডিএসই-বিসিএমইএ সহযোগিতায় সিরামিক সেক্টরের কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

ডিএসই-বিসিএমইএ সহযোগিতায় সিরামিক সেক্টরের কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)।

সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ বলেন, সিরামিকসহ সম্ভাবনাময় সেক্টরের কোম্পানিগুলোকে দ্রুত সময়ে আইপিওর মাধ্যমে বাজারে আনা জরুরি। পাশাপাশি তালিকাভুক্তির পর কমপ্লায়েন্স প্রক্রিয়াও আরও সহজ করার আহ্বান জানান তিনি।

মামুনুর রশিদ প্রস্তাব দেন, ডিএসই ও বিসিএমইএ যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করতে পারে। যেখানে মূল মার্কেট, এসএমই বোর্ড ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির সুবিধা ও প্রক্রিয়া নিয়ে সেক্টরের উদ্যোক্তাদের অবহিত করা হবে।

ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর