Logo

অর্থনীতি

শেয়ারবাজারে পতনের সপ্তাহ, কমেছে বাজারমূলধন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

শেয়ারবাজারে পতনের সপ্তাহ, কমেছে বাজারমূলধন

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বিদায়ী সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর) দেশের দুই শেয়ারবাজারেই সূচক ও বাজারমূলধনে পতন ঘটেছে। লেনদেনের পরিমাণ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে। তবে সম্মিলিতভাবে দুই বাজারে বাজারমূলধন কমেছে প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৮০ পয়েন্ট (০.৬৪%) কমে দাঁড়িয়েছে ৫,৪১৫ পয়েন্টে। অন্য সূচকের মধ্যে ডিএসই-৩০ কমেছে ০.১৯%, শরিয়াহ সূচক ০.৫৭% এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই সূচক ২.৫৩% কমে গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,৯১৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ৫৮৭ কোটি টাকা কম। বাজারে অংশ নেয়া ৩৯৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ২১৯টির, অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ২৪৯ পয়েন্ট (১.৬২%)। সিএসই-৩০, সিএসসিএক্স ও সিএসআই সূচকও পতনে ছিল, যদিও সিএসইর এসএমই সূচক ১.২৭% বেড়েছে।

চট্টগ্রাম বাজারে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৬৭ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১২ কোটি টাকা কম। মোট ৩১৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭৬টির, কমেছে ২১৫টির।

সপ্তাহ শেষে ডিএসইর বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৩ হাজার কোটি টাকা, আর সিএসইর বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার কোটি টাকা। আগের সপ্তাহের তুলনায় ডিএসইতে মূলধন কমেছে ১,০১৮ কোটি টাকা এবং সিএসইতে কমেছে ৫,০৮২ কোটি টাকা।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর