ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষক–ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
-68d8e2c8ef640.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দাদন ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক গ্রাহকদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সালন্দর এলাকায় ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে এই ঋণ বিতরণ অনুষ্ঠান হয়। এতে জেলার সব তফসিলি ব্যাংক সহযোগিতা করে এবং আয়োজক ছিল সিটি ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের মাইক্রোফাইন্যান্স ও এজেন্ট ব্যাংকিং বিভাগের ডিএমডি কামরুল মেহেদী এবং বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. শামীম আল মামুন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জেলার ৫৬ জন প্রান্তিক গ্রাহকের মধ্যে ৯৩ লাখ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। কৃষক, ভূমিহীন, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষকে ৭ শতাংশ সুদে এই ঋণ দেওয়া হয়েছে।
ঋণগ্রহীতা সাদেকুল, আজাদ, কামাল ও তসলিমা বেগম বলেন, “৭ শতাংশ সুদে ঋণ পাওয়া আমাদের জন্য স্বস্তির বিষয়। এই টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশোধ করতে পারব। আগে দাদন বা এনজিও থেকে ঋণ নিয়ে অনেকে ক্ষতির মুখে পড়ত।”
অতিথিরা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের মানুষ, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। এর আওতায় প্রকাশ্য ঋণ বিতরণে ঠাকুরগাঁওয়ে লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়।
তারা আরও বলেন, প্রান্তিক মানুষকে দাদন ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কৃষক বা উদ্যোক্তারা দাদনের ফাঁদে পড়ে সর্বস্বান্ত না হয়ে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে উৎসাহিত হন।
আবু সালেহ/এআরএস