২৭ দিনে রেমিট্যান্স এল ২৮,৫৭২ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

চলতি সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেল আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২.৪২ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় ২৯ হাজার ৫৪৮ কোটি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর ব্যবস্থা, প্রণোদনা এবং ব্যাংকিং সেবার উন্নতির কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় পৌঁছেছে রেকর্ড ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।
এএইচএস/এমএইচএস