Logo

অর্থনীতি

শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনে গতি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনে গতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) লেনদেন ইতিবাচক প্রবণতায় চলছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসইর হালনাগাদ তথ্যানুযায়ী, সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০১ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৬৮ পয়েন্টে। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ১৫৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট। এ সময়ে দাম বেড়েছে ২৪০টি কোম্পানির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারদর।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর