Logo

অর্থনীতি

অর্থ পাচারে সরকারের চেয়ে কোম্পানিগুলো স্মার্ট : সালেহউদ্দিন আহমেদ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

অর্থ পাচারে সরকারের চেয়ে কোম্পানিগুলো স্মার্ট : সালেহউদ্দিন আহমেদ

ছবি : বাংলাদেশের খবর

দেশের কোম্পানিগুলোর নানা অনিয়মের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কোম্পানিগুলো সরকারের চেয়ে অনেক স্মার্ট। তাই তারা এত অর্থ পাচার করতে পেরেছে।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ‘কর্পোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনার ও ‘ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশের কোম্পানিগুলো নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ পাচার করছে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কোম্পানিতে কত ধরনের তেলেসমাতি হয় তা এখন বুঝতে পারছি। তারা এমনি টাকা পাঠায় না, লেয়ারিংয়ের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে পাচার করে।’

তিনি নিরীক্ষকদের উদ্দেশে বলেন, অডিট শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং অর্থের উৎস ও প্রবাহ খতিয়ে দেখতে হবে।

গণমাধ্যমকে দায়িত্বশীল রিপোর্টিংয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক দিকগুলো তুলে ধরলে আস্থা তৈরি হয়, আর বেপরোয়া সংবাদ আস্থাহীনতা সৃষ্টি করে।

অনুষ্ঠানে অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার জানান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত বছরের বাজেটে সংকোচনমূলক নীতি গ্রহণে অর্থনীতিবিদদের পরামর্শ কার্যকর ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও বাজেট প্রণয়নে বিশেষজ্ঞ মতামত গুরুত্ব পাবে।

ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘কর্পোরেট খাতে স্বচ্ছতা আনার প্রথম দলিল হলো অডিট রিপোর্ট। সম্পদের প্রকৃত মূল্যায়ন হলে ব্যাংক ঋণ আদায়ও নিরাপদ হয়।’

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি এন কে এ মবিনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. সালেহউদ্দিন আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর