Logo

অর্থনীতি

সোনার দাম বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

সোনার দাম বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের সোনার দাম নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ভরিপ্রতি দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা করা হয়েছিল। তবে সোমবার রাতে নতুন করে দাম সমন্বয় করে আবারও বাড়ানো হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

শিল্প সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি, টাকার দরপতন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতি— সব মিলিয়ে দেশে প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি করছে সোনার দাম। শুধু সেপ্টেম্বর মাসেই ভরিপ্রতি দাম বেড়েছে ১৬ হাজার টাকার বেশি।

এএইচএস/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বর্ণের দাম বাজুস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর