বিডার কর্মানুমতির অনলাইন নিরাপত্তা ছাড়পত্র চালু
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্মানুমতির বিপরীতে ‘নিরাপত্তা ছাড়পত্র’ ইস্যুর কার্যক্রমকে সম্পূর্ণ অনলাইনে রূপান্তর করেছে।
বুধবার (১ অক্টোবর) থেকে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএস পোর্টাল https://bidaquickserv.org) এর মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন জমা দিতে পারবেন।
বিডার বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন যাচাই শেষে ২১ কার্যদিবসের মধ্যে যদি কোনও আপত্তি না আসে, তবে ছাড়পত্র অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। তবে কর্মানুমতিতে নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্রের আবেদন না করলে সংশ্লিষ্ট কর্মানুমতি বাতিল হয়ে যাবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিনিয়োগকারীরা দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করবে। এ বিষয়ে সহযোগিতার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘অনলাইন নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আন্তঃসংস্থাগত সমন্বয়কে আরও শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের ভিসা ও কর্মানুমতি সংক্রান্ত কার্যক্রম সহজ করবে।’
এর আগে ২ সেপ্টেম্বর বিডা সদর দফতরে আয়োজিত আন্তঃসংস্থাগত বৈঠকে ভিসা নবায়ন ও ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজেশন, বিনিয়োগবান্ধব নতুন ভিসা নীতিমালা প্রণয়ন, ভিসা অন অ্যারাইভালের ফি অনলাইনে প্রদানের সুযোগ এবং আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এএইচএস/এএ

